বি   তং   স  (17-06-2017)
রণজিৎ মাইতি
--------------------
কত আলো ডুবে গেলো--
গঙ্গার ঘাটে,নবান্নের ছাদে
উজ্জ্বল তারাগুলো--
চলে গেলো মেঘের আড়ালে


রাতচরা পাখিদের উল্লাসে বুঝি
উপসংহার বহু দূর  
সূচনাতেই ভুল হয়ে গেছে


যারা অন্ধকার ভালোবাসে
তারা চায় ডুবে যাক আলো


তাই মাদুর পেতে রাখে গঙ্গার পাড়ে
পরিষ্কার রাখে ঘাট
ডেকে আনে মেঘে


মানুষ কখনও কখনও ভুল করে


ভুলে যায় এই পৃথিবীতে--
নেগেটিভ চিন্তার মানুষও আছে
যারা টেনে নিয়ে যায় নিচে


আলো যাদের কাছে দু-চোখের বিষ
ফাঁদ পাতে অহরহ
ছেঁকে নেয় শফরী ও রাঘববোয়াল

মেধা ধরা পড়ে জালে
ধরা পড়ে সুবোধ বালক
যে বালক প্রশ্ন ভুলেছে