বোড়ে (15-02-2019)
রণজিৎ মাইতি
--------------------
বেদনা অথবা শোকের কি কোনও ভাষা হয় ?
গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়া পাঁজরই জানে যন্ত্রণা কতোটা গভীর


প্রতিক্রিয়া দেওয়ার আগে দশ বার ভাবি
চরম সিদ্ধান্তও সেই রক্তের দিকে ঠেলে দেয়
শুধু এপার ওপার,হাড় ভাঙে আসলে মায়ের


কবে যে শুরু হয়েছে এই খেলা
উৎস নিয়ে ভাবতেই হয় আর পরিণাম


মুক হয়ে যাওয়া মুখগুলো জানে
তারা রাজনীতির ময়দানে বোড়ে