বৃষ্টির গান (29-06-2019)
রণজিৎ মাইতি
-------------
আমরা এখন সবাই চাতক
আকাশ পানে চোখ
জমাট মেঘে ঢাকুক আকাশ
ঝরুক বৃষ্টি রোজ


তীব্র দহন মাঠ চৌচির
সবজিবাগও ধু ধু
জল কষ্টে অতিষ্ঠ প্রাণ
চাইছি বৃৃষ্টি শুধু


ধনী মানুষ ঠান্ডা ঘরে
কিনছে বোতল জল
শীত গ্রীষ্ম সব ঋতুই
তাঁর কাছে মঙ্গল


দহন জ্বালায় গরিব মানুষ
গাছের তলা খোঁজে
সেটুকুও শুকিয়ে কাঠ
কাঠফাটা এই রোদে


আমরা তাই সবাই চাতক
তাকাই আকাশ পানে
ঝরুক বৃষ্টি আকাশ ভেঙে
রিমঝিম ঝিম তানে