বৃত্ত 107
অঙ্কুর(10-01-2018)
রণজিৎ মাইতি
--------------------
অঙ্কুরিত হয় বীজ আমারই ইচ্ছেয়
ডালপালা মেলে,ফুল ফোটে,ফলও ধরে
আমার ইচ্ছে ছাড়া অঙ্কুরিত হতেই পারেনা


যে বীজ ইচ্ছের অধীন নয়
তার থেকে দূরে দূরে থাকি


বিষবৃক্ষ কাকে বলে ?
পরিণাম না জেনেই চারা পোতে সরস মাটিতে


অনবধানে জন্ম নেয় বুকের গভীরে
যেমন আদম ইভের বুকে কাম ক্রোধ লোভ গুপ্তবীজ
খেয়েছো তো মৃত্যু নিশ্চিত