বৃত্ত 16 (01-09-2018)
রণজিৎ মাইতি
--------------------
জীবনবৃত্তের ক্ষেত্রফল কখনও কি ধ্রুবক হয় ?
মহাশূন্যের মতো কখনও বেড়ে যায় স্পেস,কখনও হয় সঙ্কুচিত।
দিনে দিনে কৃষ্ণগহ্বরে জমে-----
                                  অনিশ্চয়তার পলি !


গতকাল যে মানুষটি বরযাত্রী সঙ্গে নিয়ে---  
ব্যান বাজাতে বাজাতে নববধু ঘরে আনলো,
আজ লেখা হচ্ছে-----
                       তারই জীবনের কথাকলি
                                                       অন্য ধারায়।
বিষাদের সুর আর সানাইয়ের সুর একাকার !


মাঝপথে এজলাসে গড়ায় জীবন
চলে চরম কাদা ছোঁড়াছুঁড়ি
পুরুষ অক্ষম,না নারীটি অক্ষম
বিচার্য প্রেম নয়,আর ভালোবাসা ?  
নৈবঃ নৈবঃ চ


যখনই সংসার বৃত্তের দাবী মেটাতে ----
                                     অপারগ সংসার,
তখনই অতীতের এতো ঘটা,এতো আয়োজন
                              যায় সম্পূর্ণ জলে !