বৃত্ত 72
চিরায়ত স্রোত(08-10-2018)
রণজিৎ মাইতি
--------------------
ঘুম ভাঙার পর খাঁচাবন্দি যে পাখিটি ডানা ঝাপটায়
তার ছায়া শরীরে দেখি দিঘি
তরঙ্গায়িত জল টলোমলো


ভালোবাসা স্বভাবজ,সে গান সবাই গায়
অনুষঙ্গে চরৈবেতি,তার কণ্ঠে একমাত্র প্রভাতী কোরাস


সে কণ্ঠে কোথাও কি নির্লিপ্তির গন্ধ ছিটেফোঁটা আছে ?  


বিচিত্র রঙের খেলায় আকাশ উদার
থাক বর্ণময় রঙ,বরং চিরায়ত স্রোতে ভেসে ভেসে
এ জীবন বারবার পেশ করে অমোঘ দাবী