বুকের গভীরে দেখি সমগ্র পৃথিবী(23-11-18)
রণজিৎ মাইতি
--------------------
বুকের গভীরে দেখি সমগ্র পৃথিবী
ডুবে আছে,হৃদয় সাগরে লোনা জলে ডুবে আছে


যে পৃথিবী ডুবে আছে
তারও দেখি তিন ভাগ জল আর এক ভাগ স্থল
বিস্তীর্ণ মরুভূমি,জঙ্গল,পাহাড়
শৈল শৃঙ্গ ঢাকা শুভ্র তুষারে


দেশ,মহাদেশে ঘুরি আমি ভবঘুরে
অনেক প্রশ্ন এসে নির্ভয়ে সামনে দাঁড়ায়  
কতো ভাষা,খাদ্যাভ্যাস,বিভাজন ধর্মে বর্ণে,
এসবই কি মানুষের অতুল ঐশ্বর্য ?
যা বিপণন করে কেউ কেউ !


হৃদয় সে কথা বলে না কখনও
এই ডুবন্ত পৃথিবীকে সেও খুব ভালো চেনে
আর চেনে প্রতিটি মানুষ,তার সম্পদ
রক্ত ও নাড়ির মৌলিক সুর


পৃথিবীর শিরায় শিরায় লেখা
সাত কাণ্ড রামায়ণ ও সমগ্র মহাভারত
যা নেই ভারতে তা আছে এই অস্থি পিঞ্জরে
ভালোবাসা নাম তার,মানবের ইতিহাসে অমর প্রশ্বাস
শুধু এই বুক নয়,জামার বোতামটিও যে যুদ্ধ বিরোধী