চৈতন্য সাগর(17-08-2020)
রণজিৎ মাইতি
-------------
চৈতন্য সাগর বলকের মতো উথলে উঠলে সাগর সাগর থাকেনা;
হয়ে যায় মহাসাগর!


তখন সাগর আমার নয়,তোমার নয়,এমনকি সাগরেরও নয়।
রাতারাতি আমাদের হয়ে ওঠে।


হে কবিগুরু তোমাকে আমরা বাঁধবো কিভাবে
যখন দেশ কালের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব চরাচরে ব্যাপ্ত জ্যোতির্ময় আলো!