চশমা(17-11-21)
রণজিৎ মাইতি
--------------------
একবার রথের মেলায় শখ করে আকাশনীল চশমা কিনেছিলাম;
(ঠিক আমার কেনা নয়,কিনে দিয়েছিলেন বাবা নামক উদার সূর্যটি।
কারণ বাবা ভীষণ ভাবে চাইতেন মানুষ নিজের চোখে দেখুক নিজস্ব জগৎ;)
সেই চশমার গুণেই মহাকাশ থেকে দেখা চেনা জলপাই রঙের পৃথিবীটাও হয়ে উঠেছিলো আসমানী!


যেহেতু সবুজ ও নীল দুটো রঙই আমার অত্যন্ত প্রিয় ও কাছের
তাই অবাক হলেও ভালোলাগার আবেশে জাপটে ধরেছিলাম...
চশমা ও না-চশমার মাতৃভূমি।


পরে এক এক করে নানান সেডের চশমা পরেছি নানান সময়;
ছাই রঙ থেকে বেনিআসহকলা....
শৈশব,যৌবন ও বার্ধক্যের রঙিন ইন্দ্রজালে।
আশ্চর্য,চশমার রঙের সাথে সাথে বদলেছে পৃথিবীর রঙও!


আসলে আমরা যখন যে রঙের চশমা পরি পৃথিবীটা হয়ে যায় সেই রঙের!
যেমন যেদিন দস্যু রত্নাকর মহাকবি বাল্মীকি হলেন সেদিন তাঁর চোখে ছিলো জ্ঞানের চশমা।।