চোখের বাইরে চোখ (03-09-2017)
রণজিৎ মাইতি
--------------------
সীমার মধ্যে যেটুকু যদি সেটুকুই ধ্রুবসত্য মানি
একদিন সীমাবদ্ধ হওয়ার ভয়
দেখার মধ্যেও দেখা থাকে,কিংবা
চোখ যতদূর যায় তার বাইরেও ----- ।
যেমন আলোর অদূরে অন্ধকার  
অন্ধকারের অদূরে আলো
যদিও শুধু আলো আঁধারির কথা বলছিনা
চোখের বাইরে চোখ,আলো অন্ধকার বা আবছায়া
দূরে অদূরে অসীমে----- বোসনকনা।