ক্লাউন  (22-06-2019)
রণজিৎ মাইতি
--------------------
পিঁপড়ে ভাবলে সবাই কেমন দু-পায়ে মাড়িয়ে যায়
টিকটিকি ভাবলে তাকায় বাঁকা চোখে  
আর মশা মাছির জন্যে হাতই যথেষ্ট


সাপ ভেবে কাছে গেলে---
ছোবল দেওয়ার আগেই লম্বা লাঠির এক ঘায়ে ব্রহ্মজ্ঞান
যদিও একটা সাধারণ নির্বিষ হেলে হওয়ারও যোগ্যতা নেই
নেই ইহকাল পরকাল
অথবা জ্ঞানবৃক্ষের ফলও খাই নি কখনও
যে শেয়াল পণ্ডিত সেজে বোকা কুমিরকে আজীবন ধোঁকা দিয়ে যাবো


মানুষ ভাবলে চক্ষু ছানাবড়া
ভুলেও কেউ মাড়ায় না ছায়া
সন্দেহের বিষবাষ্পে নির্মল নীলাভ আকাশ কালো হয়ে আসে
আসলে পশু পাখিও যতোটা বিশ্বস্ত হয় মানুষ হয়না


এখন কোথায় যাই ? কি হই ?
মেরু ভল্লুক সেজে জ্বর নিয়ে ঘুমাবো কি ঘরে ?
কি আশ্চর্য,যারা দিনে বিশ বার রঙ বদলায় সেখানেই যতো ভীড়,বেশি হাততালি
উফঃ ! সার্কাসের ময়দানে আজও ক্লাউনই সবচেয়ে আকর্ষক