দেওয়াল ঘড়ি
রণজিৎ মাইতি
-------------
আমি কক্ষণো তাকাই না দেওয়াল ঘড়ির দিকে;
শুনি না ওর টিক্ টিক্ ঘ্যানঘ্যানে আওয়াজ।
জানি মানুষই রচনা করেন দেওয়াল লিখন।


বরং তাকাই নিজের আয়নায়,
স্ত্রী-সন্তানের দিকে;
সপরিবারে কতোটা স্থবিরতা মুক্ত হতে পেরেছি!
গত বর্ষায় রথের মেলা থেকে কিনে এনে যে করবী গাছটা রোপন করেছিলাম উঠোনে,
সেটায় কি এখন ফুল ফুটেছে?
কিংবা,টবে লাগানো লাউ গাছটা কতোটা লতালো?
এই তো দেখছি,সেদিনের কচি আতাগুলো এখন টুপটুপ করে ঝরে পড়ছে!


তাই,আমার পাকা চুলগুলোয়ও আজকাল কলপ করি না;
ধরা দিক প্রকৃতি মহাকাল রূপে
আমাদের চেতনায়,স্পর্শে,আমাদের অন্তরঙ্গে ও বহিরঙ্গে।


কি হবে বারংবার ওই যান্ত্রিক ঘড়িটার দিকে তাকিয়ে!!