ঢাক (24-08-2019)
রণজিৎ মাইতি
--------------------
সমৃদ্ধির পন্থা স্বরূপ মেনে নিই বিনিময় প্রথা
এভাবেই দিব্বি ছুঁয়ে আসি সুখের মিনার


সফল অঙ্কুরোদ্গমের জন্যে যেমন প্রয়োজন জল,হাওয়া ও তাত
তেমনই সুখের জন্যেও অনুকূল আবহ
তাই তুমিও যতোটা জোরে পেটাও আমার ঢাক,ঠিক আমিও ততোটা
আসলে একটা সফল করমর্দনের জন্যেও প্রয়োজন যোগ্য সঙ্গত  


অবশ্যই এসব আটপৌরে চাকার গল্প
গড়িয়ে গড়িয়ে চলে বেশ
গড়িয়া থেকে গড়ের মাঠ
সংখ্যাতত্ত্বের হিসেবে সংখ্যা গরিষ্ঠের জয়-জয়কার


যদিও কিছু চাকা ব্যতিক্রমী,নগণ্য হলেও
মানে না কখনও পরাভব
উচ্চনাদে পেটায় না নিজস্ব ঢাকও


তবুও দূরাগত কোনও এক শুভক্ষণে পতপত ওড়ে !