ধর্ম ও রক্তগঙ্গা (18-08-2018)
রণজিৎ মাইতি
--------------------
নমুনা স্বরূপ বাঘকে সামনে আনি  
এক এক করে অন্যান্য প্রাণীদের
এদের কি ধর্ম আছে ?
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান ?


মানুষের মতো সভ্যতার অহংকার নেই
চেতনার অদৃশ্য ডানা মেলে উড়তে কি পারে?
অথবা কখনও গোলাপজলে স্নানের বাসনা জেগেছে ?
সুসজ্জিত বাথরুম,ফেনিল বাথটাব নিয়ে ভাবেনি কখনও


ক্ষুধা আছে,যৌনতা আছে
অপত্য স্নেহ আছে মানুষের মতো
শুধুমাত্র ধর্ম ধর্ম করে সভ্য মানুষের মতো---
কখনও রোপন করেনা বিভেদের বীজ
ধর্ম নিয়ে রক্তগঙ্গা একমাত্র ভালোবাসে চেতনার ডানা