দিতাম চম্পট(19-11-2019)
রণজিৎ মাইতি
-------------
যদি খাওয়া-পরার চিন্তা না থাকতো
তোমাকে নিয়ে সাতসকালেই দিতাম চম্পট
জনমানব শূন্য কোনও এক অজানা অচেনা গন্তব্যে
প্রকৃতির কোল কিংবা মথুরা

যে মাটিতে রয়েছে পায়ের ছাপ রসিকরাজের
লায়লা-মজনুর
সেখানে আমি রোমিও হলে
হে কবিতা,তুমি কি হতে না রোমিও প্রেমিক
অথবা জুলিয়েট হলে?


আসলে কবিতার প্রেমে কবি আজও ভক্ত প্রহ্লাদ
ক্ষুধা কে ভয় পায়,কিন্তু মৃত্যু কবির কাছে অতীব তুচ্ছ !