দৃষ্টিকোণ (11-09-2020)
রণজিৎ মাইতি
-------------
যিনি বলছেন পৃথিবীটা সবুজ তিনি তাঁর কথাই বলছেন;
যিনি বলছেন বিবর্ণ তিনিও তাঁর জায়গায় একশ ভাগ ঠিক।
অথবা যাঁরা যাঁরা বলেছেন পাংশুটে,রপসবেরি,ক্রিমসন রেড
তাঁরাও তাদের দৃষ্টিকোণ থেকেই বলছেন


এই যে আমি গোলাপীর সমর্থনে এগিয়ে আসছি
তর্ক করছি বক্তব্যের যথার্থতা নিয়ে
তুমিও মানতে না পেরে জড়িয়ে পড়ছো তর্কে
জানি আমার দেখায় কোনও ভুল নেই


হয়তো এভাবেই আঙুরফল টক হয়ে যায়
এভাবেই বাম ভালো,ডান খারাপ কিংবা উল্টোটা


কেউই ভাবিনা পৃথিবী আমার মতো নয়,তোমার মতো নয়
বাম নয়,ডান নয় অথবা আদ্য-মধ্য-উপাধি
এমনকি রাম-রহিম---- যিশুও নয়


যেখানে তর্কের আড়ালে জেগে থাকে কেবল
তর্কাতীত মানবতা
যার রঙ সম্পূর্ণ নিজস্ব,অবশ্যই মননে মৌলিক!