ডুবে আছি (27-06-2018)
রণজিৎ মাইতি
--------------------
বলিনি কখনও মুখে,তলিয়ে দেখেছি---
গহীন অরণ্যে এক নির্জন দ্বীপ জেগে আছে
শান্ত গভীর,চারপাশে জল থই থই


তুমি বারবার ঝাঁপ দিতে বলো
কেন দেবো ? তাথই তাথই নাচে চোখ
ভরতনাট্যম ? কত্থক ? কথাকলি ?
না,ওসব কিছুই নয়,মুদ্রা বিহঙ্গ বলে জীবনকলি


আসলে চোখও নয়,
চোখের গভীরে অথই সাগর,নোনা জল  
শুনি ছলাৎ ছলাৎ শব্দ
ভাঙে পাড়,ওটাই নিয়তি
সেই ভরসায় আজও ডুবে আছি এক বুক জলে