দৃষ্টি আকর্ষণ
এডমিন সমীপে,
মাননীয় এডমিন সাহেব,আপনাকে জানাই যে গতকাল(02-08-2019) আমার পোস্টকৃত কবিতা "মায়ামৃগ" পোস্ট করার কিছু সময়ের মধ্যে দেখলাম(এক ঘন্টারও 1 ঘন্টা 18 মিনিট) পাঠক সংখ্যা 178 । যা আমার কাছে অবিশ্বাস্য ঠেকেছে।পোস্ট করি সকাল 7:36 টা নাগাদ এবং পাতায় পাঠক সংখ্যা দেখি সকাল 8:54 টা নাগাদ । বিষয়টি আপনাকে জানাচ্ছি এই কারণে যে,আজ আসর প্রিয় কবি শ. ম. শহীদ আমার আজকের পোস্টকৃত কবিতার মন্তব্যে জানালেন তাঁর গতকালের পোস্টকৃত কবিতা আসর থেকে হাওয়া ।তাই বাধ্য হয়ে একই কবিতা আজ পোস্ট করলেন । অথচ তিনি নিজে লেখাটি মুছে ফেলেননি। নিম্নে তার মন্তব্যটি কপিপেষ্ট করলাম ।
"আমার গতকালের কবিতা ‘অনায়াসে’ আসর থেকে হাওয়া! আমি তো মুছিনি...বাধ্য হয়ে আজ আবার পোষ্ট দিলাম।।"
আমর বক্তব্য এটি কি সিস্টেমের কোনও গোলমালের কারণে হচ্ছে ? আমি গতকাল কবিতা পোস্ট করার পর সকাল 8:54 তে দেখি 178 জন পাঠ করেছেন। আমার পূর্ব অভিজ্ঞতা থেকে জানি যা বাস্তবে অসম্ভব । এমনকি বর্তমান কোনও খ্যাতনামা কবির কবিতাও এতো কম সময়ে এতো জন পাঠ করে কিনা সন্দেহ আছে।সেখানে আমি তো চুনোপুঁটি । বিষয়টি দেখার অনুরোধ রইল। ভয় পাচ্ছি কবি শ. ম. শহীদের মতো যদি আমাদের কবিতা মুছে যায় ।
ধন্যবাদসহ অশেষ শুভেচ্ছা ও ভালোবাসা জানাই প্রিয় এডমিন সাহেব