একা ও সমগ্রের মাঝে(03-05-2018)
রণজিৎ মাইতি
--------------------
ভিড়ের ভেতরে একাকী মৌলিক যাপন
অনুভব করি হাত থেকে হাতের দূরত্ব,তাপাঙ্ক
নীলিমার নীলভ পেলব বুক ছেড়ে চাঁদও একাকী
স্নিগ্ধতা ছড়ায় ভালোবেসে
ঢুকে পড়ে বুকের গভীরে
এ রাত কি অমাবস্যার রাত ?


বরং একা ভাবলেই পুরো পৃথিবীটা মনে হয় চেনা
পরিসর বিস্তৃত হতে হতে বলে যায় হৃদয়ের
কথা,সমগ্রের ভাষার সাথে হুবহু একই
যেখানে জল আছে,খরস্রোতে বয়ে চলে জলধি দিকে।
পাহাড়-জঙ্গল,কৃষিজমি,পশু-পাখি সব,সবই সাজানো গোছানো ।
মরীচিকা দেখিনা মরুতে,দেখি---
ফুটে আছে অসংখ্য গোলাপ