একবার মেঘ ছুঁয়েছিলাম
রণজিৎ মাইতি
-------------
একবার মেঘ ছুঁয়েছিলাম,
কতোটা বজ্রগর্ভ,জলভার সহনীয় কিনা?


দেদার বিকোয় সুখ হাটে,
রোজকার আরামের উপকরণ গঞ্জের বাজারে।
দেখেছো স্পর্শ দিয়ে,মেঘ কখনও নিলামে ওঠে কিনা?


তাই তাকে চিনতে পারিনি,
আরাম সামগ্রী দিয়ে অনন্ত আকাশ চেনা যায় না কক্ষণো।
অনন্ত আকাশের বুকে এক আকাশ মেঘ চেনা যায় না কখনো।


আজও যার জলভারে নুয়ে আছে মাথা।
বাষ্পচাপে একাকিনী লুকোয় রোদ্দুর,
লুকিয়ে রেখেছে মুখ,মুখচোরা ধুপ।