এখনও আঁধার কাটেনি  (05-07-2018)
রণজিৎ মাইতি
--------------------
এখনও আঁধার কাটেনি,তাই---
প্রচার ছড়িয়ে যাক শাখা-প্রশাখায়,ফুল হতে ফলে
প্রত্যন্ত অঞ্চলে,ফুল হতে ফুলে পরাগ মিলনে
যেভাবে জল মূল হতে প্রতিটি পাতায়,প্রান্তিক কোরকে
ছড়িয়ে ছড়িয়ে পড়ে
সেভাবেই
মিডিয়া ম্যানেজার জাইলেম ফ্লোয়েম
নিছক মিডিয়া নয় চেতনার আলো


হায় ! এখনও কাটেনি আঁধার
তাই কতো অভাজন মারা যায় অঙ্গের অভাবে
দেহদানে কি এমন ক্ষতি হতো !
স্থির নিশ্চিত,একদিন এই দেহ মাটির সাথে মিশে মাটিই নিয়তি


কখনও ভেবে কি দেখেছো ?
তোমার দাতব্য চোখ হতে পারে---
অন্য নাদেখা চোখের আলোর উৎস
বরং তুমি বেঁচে রবে আলোর দিশারী হয়ে আর এক দেহে কিছুদিন  
বেঁচে রবে মানুষের বুকের গভীরে,নির্মম ধরায়
মানবিক চেতনার নমুনা স্বরূপ


হায় ! এখনও আঁধার কাটেনি
তাই উচ্চকিত প্রচার দরকার