একটি প্রশ্ন  (28-10-2018)
রণজিৎ মাইতি
--------------------
সকালে জানলার ফাঁক গলে চুইয়ে আসা এক চিলতে আলো ছুঁয়ে থাকে অক্ষিপল্লব,
তখনও সমগ্র পৃথিবীর সাথে জেগে ঘুমোচ্ছিলাম !
একদিকে কোমরে চাগাড় দেওয়া ব্যথা অজুহাত;
অন্যদিকে বিলাসপ্রিয় মানুষের বিছানায় টান---
অপত্যের বারংবার জেগে ওঠার আবেদনও অস্বীকার করি।


যদিও জানালার ফাঁক দিয়ে পিটপিট দেখি---
বাড়ির চারপাশে অসংখ্য মর্কটশিশু দাপাদাপি করে
যেমন কোলের শিশু প্রকৃতির ডাকে সাড়া দেয়
হাত ছোঁড়ে,পা ছোঁড়ে,যেতে চায় ঘরের বাইরে


কেউ জেগে ঘুমালে তাকে কি জাগানো যায় ?
তাই আমার মেয়েটিও ব্যর্থ চেষ্টার শেষে
স্বতঃই বলে উঠে----
'ঠিক যেন জন্তু শুয়ে আছে,আমি কি জাগাতে পারি বড়ো জন্তুটাকে !'


আমি অবাক চোখে মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকি,
পরক্ষণেই সামনের বটগাছে শিশু শাখামৃগদের দিকে।
এবার চাগাড় দেওয়া কোমরের ব্যথা ঠেলে সরিয়ে দিই অনেক দূরে,


অমোঘ সত্য ছুঁয়ে যাওয়ার মুহূর্তে মনে পড়ে----
বানর থেকে নরে উত্তোরণের ইতিহাস !
মানুষ আজও কি জন্তু থেকে গেছে ?