ফ্লুরোসেন্ট
রণজিৎ মাইতি
-------------
তুমি কি তোমার অস্থিমজ্জা লুকিয়ে রাখতে পারো?
তোমার স্বেদ ও নুন ?

প্রতিটি মানুষের নিজস্ব ঘ্রাণ থাকে,
যেমন প্রত্যেক মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা আলাদা।

আমি সেই গন্ধ থেকে চিনে নিতে পারি বিশেষ্য বিশেষণ,
মানব ও মানবেতর মানুষের পার্থক্য।

কারণ,--
মৃত্যুও কেড়ে নিতে পারে না অর্জিত ফ্লুরোসেন্ট।