গাছ কখনো আয়নার সামনে দাঁড়ায়না(10-07-21)
রণজিৎ মাইতি
-------------
গাছ কখনো আয়নার সামনে দাঁড়ায়না;
বরং আয়নাই দাঁড়িয়ে যায় গাছের মুখোমুখি।


হয়তো এভাবেই মংপু ও শিলাইদহ এসে দাঁড়াতো
রবি ঠাকুরের চোখে
কিংবা সুনীলের দিকশূন্যপুর।

বেনীমাধবের চোখেও চোখ রেখে দেখেছি;
কিভাবে আয়না হয়ে যাচ্ছেন গোঁসাই কবি জয়।


জানি,গাছ কখনো দাঁড়ায় না আয়নার সামনে;
বরং আয়নাই দাঁড়িয়ে যায় গাছের মুখোমুখি।