গাছকে চিনতে হলে (18-11-2018)
রণজিৎ মাইতি
---------------------
গাছকে চিনতে হলে গাছ হতে হয়
তার ব্যথা,ফুল,ফল
মূল থেকে মূলত্র অবধি
কিভাবে ছড়িয়ে পড়ে জল শিরায় শিরায়


উৎস কি লাবণ্যময়ী ?
নাড়ি ছেঁড়া ধন আজ আহ্লাদে আটখানা


পাগলই পাগলে ভালো চেনে
সুখ দুঃখ যন্ত্রণা সব একাকার


হীরক খণ্ডের দ্যুতি সবাকার
বেদনাই একমাত্র একান্ত আপন
শ্রেষ্ঠ সম্পদ যদি কিছু থাকে-----
থাক গোপন প্রকোষ্ঠে,উড়িধান হয়ে !


তুমি কি চিনতে চাও গাছ ?
ডুবে এসো প্রিয় বন্ধু দুঃখের সাগরে