গহীন অরণ্য(22-03-2018)
রণজিৎ মাইতি
--------------------
ধীর পায়ে গহীন অরণ্যে ঢুকে যাই,তার হৃদয়ের কাছে রাখি কিছু ফুল,এখনো ঘুমিয়ে আছে চেতনার অনন্য সমাধি,মনে হয় তাই এতো গাঢ় অন্ধকার।যদিও সেখানেই আশাবাদ,কোনও দিন উৎসারিত হবে সুরের ঝঙ্কার,শব্দেরা দিয়ে যাবে অমৃতের স্বাদ


ভোর হয়ে গেছে।এবার জাগাতে হবে নিগুঢ় বলয়।পাখিদের প্রভাতী সংগীতে মুখরিত অটবি প্রাঙ্গণ ।রক্ত চেনে না তারা আর ঋতুরক্তের দায়ও বোঝেনা।ডিম আর ডিমে তা এটাই আবহ। অশ্বডিম্ব দেখেছো কখনও ? খেয়েছো কখনও কচুপোড়া ?


এসবের বাইরে গিয়ে শুধু ভালোবেসে নন্দনভূমি
অবিরাম গেয়ে যায় কুবো,দোয়েল কোয়েল আরও কতো কতো পাখি ।এখনও ঘুমিয়ে আছে চকোর পাখিটি।রাতজাগা চকোর পাখিটি।প্রিয় সমাধিক্ষেত্র চেতনার জলে ধুয়ে গেছে