গতানুগতিক(25-08-2020)
রণজিৎ মাইতি
-------------
চালিত হতে গিয়ে দিন দিন চলিত হয়ে যাচ্ছি;
মেনে নাও,আঁকড়ে ধরো দুধের বদলে জলো ঘোল!


অথচ মানুষ শব্দটি কিছু কথা বলে;
তার প্রিয় বাগানেই ফোটে চেতনকুসুম
সুনীল সাগরে খেলে প্রতিকূল স্রোত
স্বাধীন আকাশ জুড়ে গুরু গুরু জলদ গর্জায়


তবু চালিত হতে গিয়ে দিন দিন চলিত হয়ে যায়
বেগুন পোড়া ভাতে গতানুগতিক
আরুণির মতো ভাঙা বাঁধ দেখে উদ্বেলিত হয় না অর্ণব!