জীর্ণ কাঁথা(14-06-2018)
রণজিৎ মাইতি
--------------------
ফেলে দিলে ভাল হয়,জীর্ণ হয়ে গেছে
কত দিন সাথে সাথে আছে,ছেঁড়া কাঁথা
পারেনি ফেলতে,পুড়িয়ে ফেলতে।কেন ?


বুড়ির সম্বল নেই,অন্ধ দুচোখ,দু-চোখ যেদিকে যায় সেদিকে যে যাবে সে সাহস নেই।কার হাত ধরে যাবে ? অন্ধেরযষ্টী ? সেই কোন কালে ছেড়ে চলে গেছে


অনেক শীতের রাতে সঙ্গ দিয়েছে,লেগে আছে যৌবনের পরিশ্রান্ত ঘাম,সঙ্গমসুখে ঝরা স্বেদ,এ কাঁথার বুকে মিশে আছে


ঘামের মৌলিক গন্ধ আজও কড়া নাড়ে, স্মৃতির দরজায়।বেদনার দিনলিপি আজ রঙিন,সেই রজনীগন্ধার রাত আষ্টেপৃষ্টে জড়িয়ে রয়েছে,কাঁথা আর কাঁথা নয়,মানুষের অবয়বে স্পষ্ট মূর্তিমান