1
রসায়ন
-------
অপাংদাদা দিলেন চুমু ঝপাংদিদির দুই গালে
প্রতিদান যে চুমুই হবে নিউটনও তাই বলে
দান-প্রতিদান হিসেব মতো
ঝপাংদিদির কপাং ছুতো
দেশটি যখন অপাং-ঝপাং রসায়নও বেশ চলে।।
2
সমীকরণ
--------
কাক বললো শকুন মহান তাই তো দিলাম পুরস্কার
একভাগাড়ে মাংস খেলে করবে কে আর তিরষ্কার
শকুনের বুক গর্বে পাঁচ হাত
করলো পাড়া তাবেদার মাত
বঙ্গদেশের সমীকরণ এটাই জেনো পরিষ্কার।।
3
খেতাব
------
খেতাবটা কার জানতে হলে দাও না হাঁটা বঙ্গদেশ
লোমহর্ষক গল্প সে নয় জানলে পরে জাগবে কেশ
রাজার খেতাব নিলেন রাজা
যেমন কেনে পাঁপড়ভাজা
গল্প যখন মুচমুচে হয়,অট্টহাসির হয় কি শেষ?
3
রণপা
-----
হাম্বা ডেকে কম্বা দিদি পেলেন মহান শিরোপা
লম্বা হওয়ার এটাই হিসেবে পায়ের তলায় আর এক পা
পদসেবায় তেলের কদর
খাঁটি তেলের বাড়ছে আদর
দেখিয়ে দিলো কম্বা দিদি কোনটা আসল রণপা।।
4
মায়া
-----
ক্ষমতার হাত থাকলে মাথায় কাকও নাকি হয় ময়ূর
চন্দ্র মাথায় না থাকলেও নামটি তাহার চন্দ্রচূড়
তেমন প্রমাণ দিলেন মায়া
হাম্বা লিখে কম্বা ছায়া
ছায়া নিবিড় বঙ্গভূমে মায়ার মায়া নয় সুদূর।।