হে চলমান এনসাইক্লোপিডিয়া(31-05-2019)
রণজিৎ মাইতি
--------------------
ঝুলি থেকে বেরিয়ে আসছে এক একটা উলঙ্গ বেড়াল;
রবীন্দ্র,নজরুলের দেশ এতোটাই অসহিষ্ণু
মুখ ও মুখোশ একাকার  
ফতুরের আভাস থেকেই স্পষ্ট হচ্ছে গণতন্ত্রের ধারালো দাঁত-নখ


এখন "জয় শ্রীরাম"ধ্বনির কামড়ও বিষাক্ত ভীমরুলের চেয়ে অসহ
অথচ এই সেদিনও বহাল তবিয়তে চালিয়েছেন গণতন্ত্রী রেল
পাতাল রেলের সওয়ারী হয়ে এক ফ্রেমে এনেছেন ত্রি-ভূবন
আজ তীব্র যন্ত্রণায় মেজাজ হারিয়ে আহা উঁহুর পরিবর্তে করছেন সরস অমৃত বানী;
"শালা" ও "শুয়ারের বাচ্চা" কি মিথ হয়ে যাবে ?


হতাশ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা !
অবশ্য কলাকার 'দেবী গণতন্ত্রী' অতীতেও রেখেছেন বাক্যাঞ্জলীর মহান নজির