হে জীবন  (03-07-2018)
রণজিৎ মাইতি
--------------------
বৃষ্টি পড়লেই আমার ভেতর দুটো আমিকে দেখি
একটি হিসেবি,অপরটি চূড়ান্ত বেহিসেবি

হিসেবি মানুষটি কানে ফিসফিস করে বলে,--"অসময়ে ভিজিসনে রণজিৎ,সর্দি কাশি জ্বর হতে পারে"
অপর মানুষটি এসবের তোয়াক্কা করে না
আকাশে মেঘ দেখলেই মেলে দেয় কলাপ


একদিন এমন বর্ষণ মুখর দিনে---
সপরিবারে গিয়েছি রথের মেলায়
বৌ কিনছে গৃহস্থালির জিনিস--হাতা খুন্তি চামচ চায়ের কাপ
আমি কাছে দাঁড়িয়ে মেয়ের সাথে ঘাঁটছি ব্যাট,বল,খেলনা


কোন মানুষটি আসল আমি ?
যে কাদা মাটি দিয়ে পুতুল গড়তে চায় !
হে জীবন,তুমি আজও চরম নিষ্ঠুর