হনন (03-08-2019)
রণজিৎ মাইতি
--------------------
হননের জন্যেও প্রয়োজন অসম্ভব মনের জোর
দুর্বলতার জায়গা দিয়ে তাই সহজেই বেরিয়ে যায় মাছি মশা
প্রকাশ্য দিবালোকে ঢুকে পড়ে লেংটি ইঁদুর, ছুঁচো
সকালে রোজ ঘুমন্ত চোখে শুনি মোরগের কঁকর কঁক্-কঁ-কঁ
শিশ্ন অবচেতনে ইজারের বুকে আঁকে মহান দেশের মূল্যবান ভৌগলিক মানচিত্র

অথচ যজ্ঞের আগুন সাক্ষী রেখে বারবার বলি ----  
হে মিথ্যা,দূর হঠো
তমসা নিপাত যাক
লোভ ফোটো
কাম স্বীকার করো বশ্যতা
রাগ প্রশমিত হও
ক্রোধ শান্ত থেকো
সিগারেট প্লিজ,ঢেকো না সুনীল আকাশ বিষাক্ত কালো ধোঁয়ায়
হে অহঙ্কার,গর্ব করো সততায়
ভালোবাসার নির্মোহ আকাশে ফুটুক অসংখ্য শ্বেতপদ্ম
আর তৃণের সহিষ্ণুতা দিয়ে জয় করো মাটি


যদিও আজ পর্যন্ত এক ফোঁটাও রক্ত ঝরাতে পারিনি
না নিজের জন্যে,না পরের
বরং বদরক্তে ভরে আছে কোষ-কলা,প্রতিটি শিরা-উপশিরা
তাই দৈনিক সংবাদপত্রের প্রতিটি পাতায় ফুটে ওঠে আমাদের গোপন ছায়ামুখ
উফঃ দেখো;আজও সিঁড়ির শেষ ধাপটি কেমন হনন বিমুখ
কাজটি কঠিন বলেই নাটকের শেষ অঙ্কে বেছে নেয় সেই আত্মহনন !