হাওয়া 2 (25-05-2019)
রণজিৎ মাইতি
-------------------
পাতা নড়ছে না মানে এই নয় থমকে গেছে হাওয়া
হয়তো এতোটাই মৃদু,আমরাই পৌঁছাতে পারিনা সেই সুক্ষতায়
কখনও বাধা দেয় আপন অহং
  
যেমন জল,তেমনই বায়ুও উদস্থৈতিক চাপের অধীন
বয়ে যায় অবিরাম আপন খেয়ালে


অবশ্য থমথমে আবহ কিছু পূর্বাভাস দেয়
কালবৈশাখীর গতিপ্রকৃতি ভয়ের কারণ নয়,অথবা গর্জনশীল চল্লিশা
যতো ভয় ওই সাইক্লোন টাইফুন টর্নেড
টর্পেডো
কখনও ফণীও হেঁসেল ঢুকে তছনছ করে দেয় সাধের সাজানো সংসার  


উফঃ! দু-হাজার নয় ও উনিশে কি অদ্ভুত মিল
মেঘমুক্ত বাংলার আকাশে ঝড়ের কোনও আভাস ছিলোনা
গোধূলির রক্তিম আকাশও প্রতীক্ষায় ছিলো স্নিগ্ধ রাতের
অথচ হঠাৎ ঘুর্ণি এসে গুঁড়িয়ে দিলো পাখিদের নীড়


আসলে পাতা নড়ুক ছাই নাই-নড়ুক
হাওয়া অবিরাম বয়ে চলে নিজস্ব ছন্দে
কখনও মৃদু মন্দ,কখনও প্রলয়ঙ্করী
আমরা বুঝতে পারি,কখনও পারিনা
কখনও বাধা দেয় আপন অহং!!