হাওয়া  (22-05-2019)
রণজিৎ মাইতি
-------------
প্রাণের ক্ষত জুড়ায় উদাস হাওয়া
মুক্তমনা তাই রাখে দিল খোলা
দমকা বাতাস ওড়ায় ধুলো বালি
ঘুর্ণি ঝড়ে ওড়ে মলিনতা


বাতায়নের পাল্লা খোলা রাখি
গা শিরশির এলো বুঝি হাওয়া
দোদুল দোলায় কল্পলোকে ঘুরে
আকাশ ভাবি হৃদয় উঠোনকেই


হৃদ শতদল অপার আনন্দেতে
তা ধিনা ধিন নাচে আপন মনে
এখন আকাশ আহ্লাদে আটখানা
কুঞ্জ বনে মুকুল মঞ্জুরিত


পেখম মেলে পোষা ময়ুর বনে
কাছে পিঠে কোথাও আছে সখী
ও ময়ূরী আয় না কাছে এখন
ভেসে হাওয়ায় কলুষ মুক্ত হই


#########
কবিতাটি শ্রদ্ধেয় কবি গৌরাঙ্গ সুন্দর পাত্র মহাশয়ের গতকালের কবিতার মন্তব্যে লেখা । তাই কবিতাটি প্রিয় কবিকেই উৎসর্গ করলাম ।