হারানো শৈশব খুঁজি (03-05-2017)
রণজিৎ মাইতি


আজও আমি খুঁজে ফিরি -- হারানো শৈশব -- অপত্যের হাঁটাচলা--খেলনাবাটি --
কাদামাখা হাত -- দেখি পুতলের বিয়ে বিয়ে খেলা


স্কুলের সময় হলো -- তবু
নেই কোন তাড়া -- বোঝেনা সে -- কিবা প্রয়োজন স্কুলে যাওয়া -- তাই বাল্যের সম্পদ যত কিছু -- সেসবের সাথে চলে অবিরাম--সহবাস--খেলা


সময় অনেক হলো -- খুকি আর দেরি নয়
বোঝার বয়স নয়--সময়ের দাম -- তবুও
দেওয়াল ঘড়িটা বাজে- টিক্ -টিক্ -টিক্
জানা নেই তার --সাংকেতিক ভাষা--বা ভণিতার ভাষা -- দেরি হোক -- শুকে নিই
মায়ের পোশাক --যেখানে দদর গন্ধ মাখা


দেখে দেখে মনে হয়--আমি নেই মধ্য চল্লিশে
এখন আমিও গেছি ফিরে--হারানো শৈশবে