হারিয়েছি শৈশবের সাথে (10-09-2017)
রণজিৎ মাইতি
--------------------
দিনশেষে অবসন্ন দেহে--
বাড়ি ফিরি পাখিদের মতো।
অন্ধকার নেমে এলে,
পাড়াময় জোনাকির আলো,গাছে গাছে।
দেখি দিকচক্রবাল কুয়াশায় মোড়া,
তখনও বয়ে চলে পড়শী নদীটি,
ফিরতে চেয়েও আর ফেরা হয়না।
মনে পড়ে কিছু মুখ,ভাসাভাসা।
কিছু খুবই সুস্পষ্ট,পাড়াতুতো দাদুর বয়সী।
চোখের সামনে ভাসে,--
কাশবন বাদাবন শেয়ালের ডাক,
আর বুনো ফুলে ভরা গ্রাম্য সুঘ্রাণ।
দোলা দেয় বুকে,---
দখিনের স্কুলমাঠ,কুমোর পাড়াটি
হারিয়েছি শৈশবের সাথে ।।