ঈশ্বর ও অনুনাদ
রণজিৎ মাইতি
--------------
আধুনা শালগ্রাম শিলা হয়ে থাকতে ভালো লাগেনা ঈশ্বরের;
ভীষণ ভীষণ চান-
মানুষের মতো মাথা তুলে দাঁড়াতে,
শিরদাঁড়া সোজা রেখে গটগট হেঁটে যেতে।


কিন্তু মাথা তুলে দাঁড়ালেও
মানুষ বড্ড দোষে-গুণে ভরা,
দোষের ভারে কখনও কখনও মাথা নুয়ে পড়ে।
পাথরের সেই বদনাম নেই,
শরীর জুড়ে শ্যাওলা জন্মালেও
মাথা নিয়ে মাথাব্যথা নেই।


তাই মাঝে মাঝে অবতার রূপে মর্ত্যে এলেও
রক্তাক্ত কুরুক্ষেত্রে দেখে বারবার রক্তাক্ত হন,
বিরক্ত হয়ে ফিরে যান স্বধামে।
মানুষ হতে গিয়ে পুনরায় পাথর হয়ে যান,
শালগ্রাম শিলা হয়ে যান।
মানুষের মতো মাথানত করতে হয় না কখনো।