জগৎ ও মর-জগৎ
রণজিৎ মাইতি
--------------------
উঠোনে বেড়াল ম্যাঁও ম্যাঁও করলে বুঝতে পারি-
বাড়িটি এখনও জেগে আছে।
যেমন একটি পাড়া জেগে থাকার মূল শর্ত হলো কলরব।


এইটুকুই তো সূত্র,কলরব কিংবা ম্যাঁও ম্যাঁও
অথচ কতো কতো গোপন গভীর রহস্যের সমাধান হয়ে যায় এই সূত্রের হাত ধরে!
জানি,সেদিন রাতে বাড়ির পোষা কুকুর ভোলার ঘেউ ঘেউ স্পষ্ট করে দিয়েছিলো চোরের আগমন।


আমি চোর-বাটপাড় চিনতে যেমন সূত্র কাজে লাগাই,
তেমনি কাজে লাগাই মানুষ ও তালিবান চিনতে।


হয়তো এভাবেই হয়ে যায়
জগৎ ও মর-জগতের সুক্ষ তফাৎ।