জন্ম নেই মৃত্যু নেই (30-01-2018)
রণজিৎ মাইতি
--------------------
কবিতা লেখা না-লেখার মাঝে এক অদ্ভুত আশ্চর্য দেওয়াল
শঙ্খ চিলের মতো দূর থেকে দেখি
ঝকঝকে তকতকে,শেওলার লেশমাত্র নেই


অবশ্য কায়েমি দেওয়াল জুড়ে এখানে ওখানে কিছু ফার্ণের ছোপ !
হয়তো তার টান অতীব তীব্র,আলো মায়াময়
অর্ধসত্যে দিন তো কাটে না,তাই কলমের ভার কাউকে না কাউকেই বইতেই হয়


বোধের স্বচ্ছতা থেকে বীজের ভাবনা,কিছুটা তাড়িত আবেগে
দেওয়ালের একপাশে উর্বর জমিতে রোপণ করেই চলছি কবিতার বীজ
আমি মরি,পরম্পরা ক্রমে কবিতা অমর
নেই জন্ম,মৃত্যু নেই, কচি কলাপাতার মতো সবুজ,চিরযৌবনা