যন্ত্রণা  (06-10-2018)
রণজিৎ মাইতি
---------------------
যন্ত্রণাটা দু-ভাগে ভাগ হয়ে যায়
এক অংশ বহির্মূখী,নিছক অবজ্ঞায়
দূরে ঠেলে দেয় মনস্তত্ত্ব মেনে
অন্যটি হৃদয় মন্দিরে করে পাকাপাকি বাস
স্মৃতি কি সতত সুখের ? কখনও হঠাৎ---
মাঝরাতে মগজে একাকী দাপাদাপি করে
উজ্জ্বল ধ্রুবতারা ও ব্যথা সমাহার  
চিন চিন করে বুক,অলিন্দ নিলয়
শিরা উপশিরা হয়ে কোষে কোষে  
ছড়িয়ে ছড়িয়ে পড়ে,স্নায়ু সহায়
ব্যথার নব,নব উন্মেষ


মগজ বিশ্লেষক,জৈব গণক
লাভ-ক্ষতির হিসাব করা কাজ
অপমান মাখে কি গায়ে তেলের মতো ?
বরং তেলের ইতিহাস নিয়ে যতো ঘাঁটাঘাঁটি
তার রসায়ন,ক্রিয়া-প্রতিক্রিয়া ও রসাত্মক আলাপ আলোচনা
শেষে এসে সুদের হিসাব মেলায়


হিসাব যন্ত্রের কি যন্ত্রণা আছে ?
মনে হয় সাক্ষী গোপাল,তবে নাড়ু খুব ভালো চেনে
তখন বলিরেখাও দুর্বোধ্য মনে হয়
হাত পা নাক কান চোখ স্থুল,ছেঁকা লাগে কি ত্বকে ?
উন্নাসিক,আরশি বড়ই উন্নাসিক
নারদ মুনির মতো ভিড়ে যায় লাভ-ক্ষতির দলে  


হৃদয় এতোটাই ভাবগম্ভীর ও প্রচার বিমুখ
কেউ কি দেখতে পায় তার রক্ত ক্ষরণ ?
অথচ সুতীব্র যন্ত্রণায়ও দেখি দর্পণ নির্বাক