যন্ত্রণার কোনো ছায়া নেই!
রণজিৎ মাইতি
-------------
যখন আমি কাঁপি,
তখন আমার ছায়াও কাঁপে;
যখন আমি নাচি,
তখন আমার ছায়াও নাচে;
তেমনি আমি হাসলে,আমার ছায়াও হাসে।


কিন্তু আমি কাঁদলে,
আমার ছায়া কাঁদে না কখনো!


ঠিক অমাবস্যার মতো-


যন্ত্রণার কোনো ছায়া নেই।
যন্ত্রণার কোনো কায়া নেই।