জ  ঠ  র  কা  ব্য (05-12-2017)
রণজিৎ মাইতি
--------------------
রসুই থেকে ভেসে আসে ঘচাং ঘচ্ ,খচাং খচ্ শব্দ ।
খোলসা করেই বলি,---
খোলসের ভেতর থেকে বেরিয়ে আসে শুঁড়,
গড়িয়ে পড়ে নাল কষ বেয়ে ।


এখন আর উদ্বিগ্ন হইনা
ধ্যান তপ কবেই বিদায় নিয়েছে
এ কি বসন্তদূত ?
না না,এ সময় যমুনার পানকৌড়ি ।
আজ রক্তে মিশে গেছে এ রোজনামাচা


বরং না শুনলেই রসনা ভিত হয়---
খটখটে শুকনো দারুচিনির মতো,
এলাচ দানা,লবঙ্গ ফুলের মতো


আমি আর ভয় পাইনা,
শুনি দরবারি,কাওয়ালি
বুঝি এখনো জেগে আছে দ্বাররক্ষীর মতো অষ্টপ্রহর
ভুটভাট,গুড়গুড়,বাতকর্ম আর ক্ষরিত পাচক রসের পিচ্ছল পথে
বুঝি কিছু শব্দ এখনও অমোঘ