কাচের টুকরো (10-08-2017)
রণজিৎ মাইতি
-------------------
রাখি জড়ো করে টুকরো টুকরো কাচ।
আলাদা আলাদা করি স্বর ও ব্যঞ্জনবর্ণ।
মাঝেমাঝে জোড়া দিই,গঠন করি শব্দ ও
বাক্য।
শৈশবে খেলনাতেই হাতেখড়ি হয়ে গেছে,
এখন বাক্যের পর বাক্য সাজিয়ে হচ্ছে কাব্য।
অমরকাব্যে জীবন কাকতলীয় ভাবে এসে পড়ে।
আমরণ চলে ভাঙাগড়া গড়াভাঙার খেলা।
খেয়াল করিনা তিনকাল গিয়ে এককালে ঠেকে।
চালশে পড়া চোখে উপনেত্র ওঠে,
স্মৃতি হাতড়ে তুলে আনি জীবনচরিত।
পুরো জীবনচরিত ভরা কাচের টুকরোয়।
হাঁটতে হাঁটতে পায়ে ফুটে গুপো হয়ে গেছে,
গেছে মিশে ভাতের থালায়, দাঁতে শিল।
সেসব সাজাই আর কাব্য খুঁজি,খুঁজি রসোত্তীর্ণ কবিতা।


এখানে ওঠেনা গল্পের গরু গাছে।
সরলবর্গীয় গাছ,গাছ দেবদারু।
উষ্ণ প্রস্রবনে ঝরে নোনা জল,
বা বরফগলা জলে ভিজে যায় দেহ।
ক্ষরিত রক্তের স্রোতে হাবুডুবু খায়।
থই নেই,থই নেই, খোঁজে ভাঙা কাচ।