কালি (11-06-2018)
রণজিৎ মাইতি
--------------------
মানুষের দেহে দেখি কালি লেগে আছে
কৃষ্ণও ননিচোরা,প্রেমের প্রতিভূ
যারা প্রেমে মজে জানে পরকীয়া কতটা মধুর

মানুষও কি কালি ভালো বাসে ?
রঙ ভালোবাসে জানি,রামধনু রঙ
কেউ লাল,কেউ নীল,কেউ গোলাপী গোলাপী
জীবন প্রবাহে কখনও কখনও দেহে লেগে যায়,পোড়া মোবিলের মতো চটচটে কালি।
মানুষ বিচিত্র জীব,কালো রঙ ভালোবাসে কিনা আজও অজানা।