কালশিটে(01-06-2018)
রণজিৎ মাইতি
--------------------
স্মার্টফোনের গ্যালারিতে অসংখ্য ছবি তোলা আছে
অথচ একটি ছবিতেই বারবার আটকে যায় চোখ
না,এই ছবি কোনও সুন্দরী রমণীর নয়
না রঙবেরঙের কোনও বাহারি ফুলের


এবার সৌন্দর্যের ইতিহাস ও  ভূগোল খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি
তারপর বাগানে গোলাপের দিকে একদৃষ্টিতে তাকিয়ে অস্ফুটে বলি-- 'বেচারি'
মানসপটে কতো ছবি তৎক্ষণাত্ ভেসে ওঠে
ধুসর স্মৃতিও তখন পথপ্রদর্শকের ভূমিকা নেয়


চোখ আটকে যায় পিঠে কালশিটে আঁকা ছবিটায়
যদি এমন হতো একই সঙ্গে দেখতে পেতাম মুখ ও পিঠ
অনুভূতির আরও গভীরে প্রবেশ করতে পারতাম
  
যদিও স্পষ্ট দেখতে পাচ্ছি---
ছবির ওই জীবন্ত মানুষটার পিঠে নয়,----
হৃদয়ে গভীর ক্ষত,সুস্পষ্ট কালশিটে