ক্ষতর গভীরে  (22-05-2017)
রণজিৎ মাইতি


প্রতিটি ক্ষতর গভীরে থাকে আলো--
এ আলো আলেয়া নয়, নয় জোনাকির
মিট্ মিট্ বা তারার ঝিক্-মিক্।


মাঝরাতে স্ট্রিট লাইটের মতো জেগে থাকে,--
কুমিরের কান্নাও পারেনা নেভাতে।

শুধু ফল্গুস্রোতের মতো বয়ে চলে--


বোঝে সেই নদী,যার জল খরস্রোতা হয়ে ভাঙ্গে পাড়।
এ ভাঙ্গন তামাশা নয়, কি অমোঘ বিশ্বাস!


সেই বিশ্বাসে জ্বলজ্বল করে আমরণ।