খেয়া ঘাট  (14-03-2019)
রণজিৎ মাইতি
-------------
একদিন স্বপ্নতরীও ভাসতে ভাসতে পরিণতির দিকে ঠেলে দেয়
যেভাবে সবুজ পাতা মেনে নেয় হলুদ রঙ
ঝরে পড়ার আগে বিষাদ কোথায় লুুুুকোবে?
ঝড় বৃষ্টিতে ভেজা দাঁড়কাকের মতো করি কা কা কা


যদিও সকাল ধীরে ধীরে বদলায় তার অবস্থান
গোধূলির রক্তিম আলোয় মনে কি পড়ে সেই প্রত্যুষ?
অথবা সেই ব্যথার কথাকলি!
কানামাছি খেলার সময় কাঁটা ফোঁটার অব্যক্ত যন্ত্রণা!


না,স্মৃতিভ্রম এখনও হয়নি
কঁকিয়ে উঠতে গিয়ে ভেসে ওঠে মনের পর্দায়
কোকিলের সাথে কাকের বর্ণে কি অদ্ভুত মিল
বংশ বিস্তারের জন্যেও বেছে নেয় সেই একই বাসা
অথচ কণ্ঠে কি বিস্তীর্ণ ফারাক!কুহু কুহু আর কা কা কা


যদিও সব সুর একাকার আগামীর ভাবি জ্যোৎস্নায়
আমি কি বিশুদ্ধগামী ? রেখে যাবো দাগ উদার আকাশে
মনে হয় এই খেয়াঘাটে আসা শুধু চন্দ্রালোকে ভেজার প্রত্যাশা !
=========
কবিতাটি শ্রদ্ধেয় কবি সুমিত্র দত্ত রায় এর কবিতার মন্তব্যে লেখা ।তাই কবিতাটি প্রবুদ্ধ কবিকেই উৎসর্গ করলাম