খোয়াবনামা(17-08-2018)
রণজিৎ মাইতি
--------------------
খুব ইচ্ছে করে উড়ে যাই--
আরও,আরও,আরও উপরে
সুনীল আকাশে ভেসে ভেসে
ছুঁয়ে দেখি অলখমেঘ
খুব ইচ্ছে হয়


যদিও পারিনি,আজও পারিনা !
বরং মুখ থুবড়ে পড়ি,মেনে নিতে হয় পরিসর


অথচ কি আশ্চর্য দেখুন,---
আজও বেঁচেবর্তে আছে শৈশব
                                   বুকের গভীরে
নির্জনে,আকাশপ্রিয় ঘুড়ি,একা !
একাকী স্বপ্নে বিভোর


না,লাটাই নিয়ে কিছুই বলার নেই
ছুঁয়ে আছে কৃপণের হাত---
                     এই মায়াবী সংসার
লাল আলো,নীল আলো,হলুদে হলুদ


নানান আলোর মাঝে  
'বিশ্বকর্মা'এই সংসারে উৎসারিত অনন্য আলোক
মর্ত্যভূমি আলোকিত,সাজো সাজো রব
চলে ওড়াউড়ি,সাথে অজস্র বাহানা
উন্মুক্ত শুঁড়িখানা,প্রবেশ অবাধ
শুরু হয়ে যায় কাউন্টডাউন
  
মাছে ভাতে বাঙালির মুখ মনে ফারাক বিস্তর  
এক,দুই,তিন,চার,পাঁচ---
এভাবেই চলে প্যাগের ক্রমিক হিসাব
ভোকাট্টার ইতিহাসে নেই মৃতসঞ্জীবনী
হায় ! একদিন কেটে যাবে লখলাইন,জানে
তবুও বুনে চলে প্রখ্যাত খোয়াবনামা
মৃতইতিহাস ঘেঁটে ঘেঁটে দেখে-----
এদিকে চাকচিক্যময় উজ্জ্বল সবুজ গ্রহটি ঘুরছে বন্ বন্ বন্
শৈশব যৌবন প্রৌঢ়ত্বের অমোঘ আবর্তে !!