কিছু কথা  (08-09-2020)
রণজিৎ মাইতি
-------------
কিছু কথা কথা নয় রোদ
কিছু কথা স্বভাব সুবোধ
কিছু কথা মেঘলা আকাশ
কিছু কথা ছড়ায় সুবাস


কিছু কথা মেলে দেয় ডানা
কিছু কথা আজও তালকানা
কিছু কথা গোপন কুসুম
রূপে রঙে বরষা মরসুম


কিছু কথা একান্ত নিজস্ব
কিছু কথা কাক পারুস্য
কিছু কথা স্পাইসি খাওয়ার
কিছু কথা চাটনি আচার


কিছু কথা বসন্ত বাতাস
কিছু কথায় দুলে ওঠে কাশ
কিছু কথা দেয় ভাত ঘুম
কিছু কথা রাতেও নির্ঘুম


কিছু কথা পাতার মতোন
উফঃ ছড়ায় সবুজ স্বপন
কিছু কথা বীজ বোনে মাঠে
কিছু কথা আজও ধান কাটে


কিছু কথা অপূর্ব গোলাপি
কিছু কথা তেমনই আলাপি
কিছু কথা আলেয়ার আলো
রাত শেষে আলোমুখ কালো


কিছু কথা আলালের দুলাল
কিছু কথা ভাঙেও জাঙ্গাল
ধূর,কিছু কথা মিরজাফরী
রাজা হয়েও চূড়ান্ত সফরী!


সফর ঠিক ঘুড়ির মতোন
দিন শেষে ভূমিতে পতন
কিছু কথা আজও চুলবুলি
যেনো কথা ঘুঘু,কথা বুলবুলি।।