কবি ও কবিতা(11-06-2018)
রণজিৎ মাইতি
--------------------
কবিতার জন্মদানে কবিও কি অনুভব করেন প্রসব বেদনা ?
পোয়াতি রমণীর মতো লালন করেন পেটে দশ মাস দশ দিন ধরে ?
কষ্টে কি চোখের কোণায় ঝরে ঝরো ঝরো শ্রাবণের ধারা ?


জানা নেই,তবে এটুকু নিশ্চিত---
সদ্য প্রসবিনীর মতন সৃষ্টি আনন্দে চোখ চিকচিক করে  
যেভাবে রাতদিন এক করে জন্মদাত্রী মা স্তনদান করেন কোলের অবোধ শিশুকে
সেভাবে কবিও জেগে জেগে রাত ভোর করে


রক্ত জল করা শ্রমে জন্ম নেয় এক একটি সন্তান
কবিতা কবির কাছে অপত্যসম,সাফল্যে ভরে ওঠে বুক
স্নেহ দিয়ে,ভালোবাসা দিয়ে লালন করেন
বিনিময়ে কিছুই চান না কবি,
বরং সন্তান ব্যর্থ হলে গভীর বিষাদে ঢাকে নিজস্ব আকাশ